Srila Prabhupada’s Warm Greetings

Happy New Year message by Srila Prabhupada

Srila Prabhupada’s Warm Greetings of New Year

The Apparently cordial greetings of the New Year:

Mahamaya’s mother Durga who occupies the entire celestial egg inside her womb maintains the universe uninterruptedly. In this material world, five components are always in force. These five components are 1) Ishvara (God), 2) Jiva (living entities), 3) Kāla (time), 4) Karma (action) & 5) Prakriti (nature). Kala (time) is one of them. In this material universe, every living entity fears the “Kala”. Because “Kala” devours everything. It does not let anything remain permanent. The new year is nothing but a special moment of this revolving cycle of Kala.

There is a ritual. Usually, people share their cordial greetings and feed sweetmeats to each other according to their social stature. During this festival, children offer “dandavat” (bowing down on the earth like a stick) before their parents. Students do the same thing before their teachers. Parents or teachers also give their auspicious blessings to them. Siblings share suitable greetings among themselves. Friends embrace each other when they meet. In a word, everyone conveys appropriate regard to their respective relatives and familiar individuals.

Invocation and immersion, breaking and remaking, determination and doubts are the nature of this world. According to Srimad Bhagavatam, all of these endeavors are “akshaja chesta” or “attempts directed by our limited senses”. The apparently delightful greetings are also considered mundane attempts.

These Apparently delightful greetings are meaningless from
Sri Chaitanya Deva’s point of view:

Sri Chaitanya Deva taught how to do “Prema Seva” (transcendental service) of God who is “Adhokshaja” i.e. beyond our material senses. There is neither “Avahana” (invitation) nor “Visarjana” (immersion) in this divine relationship. There are no material endeavors like reformation or remaking. In that realm of ecstatic divine love, no venture of harmonization between the transitory mundane nature and the perpetual nature of consciousness is seen. There is only the unbound and unalloyed action of eternal consciousness i.e. unconditional service to God.

Addressing two consciousness, love, embrace, affection, attachments, affinity, and fondness all are the absolute Dharma. These attachments are eternal, unconditional, and spontaneous. There is no condition, fear, disease, or violence. But the mundane people refrained from Krishna and engaged in self-satisfaction. Therefore, the apparently visible love among them is full of fear, self-satisfaction, and violence. Hence that affection, those greetings, embraces or obeisances do not last forever.

The result of this apparently delightful greeting among mundane people:

Every year friends embrace each other, and the father gives his blessings in reciprocation to his son’s obeisances, husband, and wife exchange love. Unfortunately, all of these go in vain soon. Because these are contaminated with material existence. Once a friend who embraced another friend tightly might become his killer too. That son who used to bow down before his father might be an extreme enemy of his father. That father once who blessed his son may curse him constantly. That husband once left his relatives due to his blind love towards his wife, may divorce her and chase another woman. Similarly, a wife can do vice versa.

A Real example of loving greetings:

We can see an example of Sri Chaitanya Deva’s loving greetings in Srimad Bhagavatam.

“īśvare tad-adhīneṣu, bāliśeṣu dviṣatsu ca
prema-maitrī-kṛpopekṣā, yaḥ karoti sa madhyamaḥ”

(Srimad Bhagavatam 11.2.46)

An intermediate or second-class devotee, called madhyama-adhikārī, offers his love to the Supreme Personality of Godhead, is a sincere friend to all the devotees of the Lord, shows mercy to ignorant people who are innocent, and disregards those who are envious of the Supreme Personality of Godhead.

Sri Chaitanya Mahaprabhu was the bestower of the deluge of divine love. He is instructing the entire world how to send wishes on the new year according to Srimad Bhagavatam. He rejected the hypocritical mentality of Karmis who seem to be well-wishers apparently; but envious inside. He also rejected the idea of Mayavadis who consider Jivas and Brahman equivalent. He instructed us to reveal our original identity and engage in devotional service to Sri Krishna. He also instructed us to be a friend of sincere devotees, show our mercy to ignorant people and ignore those who are envious.

শুভ নববর্ষের প্রেমপূর্ণ সম্ভাষণ বিষয়ে শ্রীল প্রভুপাদের সিদ্ধান্ত

শুভ নববর্ষের আপাত মনোহারী প্রীতি-সম্ভাষণঃ

ব্রহ্মাণ্ডভাণ্ডোদরী মহামায়া স্বরূপা মাদুর্গার কর্ত্তৃত্বাধিনে শুষ্ঠুভাবে সংরক্ষিত এই সংসারে সর্বদাই পাঁচটি বস্তুর প্রভাব দেখিতে পাওয়া যায়। এই পাঁচটি বস্তু হইল (১) ঈশ্বর (২) জীব (৩) কাল (৪) কর্ম (৫) প্রকৃতি। এই পাঁচটির মধ্যে একটি হইল কাল। এই সংসারের সকল জীব সর্বদাই কাল ভয়ে ভিত। কারণ কাল সর্বগ্রাসি হওয়ায় কোন কিছুকেই স্থাই থাকতে দেয় না। এই কালের গতিতে প্রবাহমান কোনএকটি বিশেষ মুহুর্তকেই নববর্ষ বলাহয়ে থাকে।

এই নববর্ষ উপলক্ষে পরস্পর পরস্পরের প্রতি যথাযোগ্য মর্যাদা অনুশারে প্রেমপুর্ণ-সম্ভাষণ এবং মিষ্টিমুখ করিবার রীতি জনসমাজের মধ্যে একটি বিশেষ প্রথা হিসাবে দৃষ্ট হয়।

এই উৎসব উপলক্ষে পুত্র মাতাপিতাকে দেখে বা ছাত্র শিক্ষককে দেখে দণ্ডবৎ-প্রণাম, মাতাপিতা পুত্রকে দেখে বা শিক্ষক ছাত্রকে দেখে স্নেহাশীর্ব্বাদ, ভাই ভাইকে দেখে পরস্পর যথোচিত সম্ভাষণ, বন্ধু বন্ধুকে দেখে আনন্দে আলিঙ্গনাবদ্ধ হওয়া, অর্থাৎ যেকোন পরিচিত-ব্যক্তিমাত্রই তাঁর নিজ পরিচিত ব্যক্তিকে দেখে যথাযোগ্য আদর সম্ভাষণাদি করে থাকেন।

আবাহন ও বিসর্জ্জন, ভাঙ্গা ও গড়া, সঙ্কল্প ও বিকল্প ইত্যাদি জগতের স্বাভাবিক ধর্ম। শ্রীমদ্ভাগবতের সিদ্ধান্ত অনুশারে জীবের এই চেষ্টাকে অক্ষজ চেষ্টা বা ইন্দ্রিয় পরিচালিত চেষ্টা বলা হয়েথাকে। ইহাই নববর্ষের আপাত মনোহারী ইন্দ্রিয়জ চেষ্টা বা অক্ষজ চেষ্টা বলা হয়ে থাকে।

শ্রীচৈতন্যদেবের প্রেমের নিকট এই আপাত মনোহারী প্রীতি-সম্ভাষণের হেয়ত্ত্ব বা তুচ্ছত্ত্বঃ

শ্রীচৈতন্যদেব জগদ্বাসীকে অধোক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়ের অতিত্ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ সেবা শিক্ষা দিয়েছেন। এই প্রেমপূর্ণ সেবাতে ভাঙ্গা-গড়া বা আবাহন-বিসর্জ্জনের মতো কোন প্রকার জড়িয় ব্যাপার নাই, আবার অনিত্য জড় বৃত্তির সাথে নিত্য চেতন বৃত্তির সমন্বয় করার বা একাকার করবার মতো কোন চেষ্টাও নাই। এখান আছে কেবল অহৈতুকী ও অপ্রতিহতা নিত্য চেতন বৃত্তি বা সেবা বৃত্তি।

চেতনের সাথে চেতনের সম্ভাষণ—চেতনের সাতে চেতনের প্রীতি—চেতনের সাথে চেতনের আলিঙ্গন—চেতনের সাথে চেতনের অনুরাগ, আকর্ষণ, স্নেহ, প্রণয়, প্রেমই যথার্থ ধর্ম্ম। এই প্রীতিই নিত্য, অহৈতুকী ও অপ্রতিহতা। এই প্রীতিতে কোন প্রকার অপসার্থ নাই, ভয়, রোগ, হিংসা নাই।

কিন্তু জড়বদ্ধ জীবের যে কৃষ্ণ-বহির্মুখ বা আত্ম সুখপর পরস্পরের প্রতি প্রীতি তা ভয়, ভোগ, হিংসায় পরিপূর্ণ। সেই প্রীতি, সেই সম্ভাষণ, সেই আলিঙ্গল, সেই দণ্ডবৎ-প্রণাম নিত্যকাল স্থায়ী হয় না।

জড়-বদ্ধ জীবের আপাত মনোহারী প্রীতি-সম্ভাষণের বাস্তব পরিণামঃ

প্রতিবৎসর বন্ধুৃ-বন্ধুতে কোলাকুলি হয়, পিতাপুত্রে প্রণাম-আশীর্ব্বাদ হয়, স্বামী-স্ত্রীতে স্নেহ-ভালোবাসার বিনিময় ইত্যাদি হয়ে থাকলেও তা জড় ভুমিকায় হওয়ায় অপস্বার্থপরতার বিষাক্ত বীজাণুবাহী হওয়ায় সেই আপাত মনোহর প্রীতি-সম্ভাষণের মধুরতা অচিরেই ম্লান হয়ে কালের করাল গ্রাসে পড়ে ধংস হয়ে যায়।

যে বন্ধু একদিন তাঁর বন্ধুকে গাঢ়-আলিঙ্গনে বদ্ধ করেছিলেন, সেই বন্ধুই একদিন অপর বন্ধুর প্রাণ-হন্তারক শত্রু হয়ে পড়েন। যে পুত্র পিতার চরণ-যুগলে শ্রদ্ধা জ্ঞাপন করতেন, সেই পুত্রই আবার পিতার চরম শত্রু হয়ে থাকেন। যে পিতা পুত্রের মাথায় আশীর্ব্বাদ বর্ষণ করেছিলেন, সেই পিতাই আবার পুত্রকে নিরন্তর অভিশাপ প্রদান করেন। যে স্বামী একদিন স্ত্রীর প্রেমে পাগল হয়ে নিজ পরিবার পরিজনকে পর্যন্ত ত্যাগ করেন, সেই স্বামীই আবার পরে সমস্ত প্রেম ভালোবাসা ভুলেগিয়ে সেই স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করে অন্য স্ত্রীর প্রতি ধাবিত হন। এই ভাবে অনেক স্ত্রীও স্বামীর সাথে এই প্রকার আচরণ করে থাকেন।

প্রেমপূর্ণ সম্ভাষণের বাস্তব আদর্শ শ্রীমদ্ভাগবতঃ

শ্রীচৈতন্য দেবের প্রেমপূর্ণ সম্ভাষণ রূপ আদর্শের প্রতিফলন আমরা শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে দেখতে পাই—

ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু চ।

প্রেম-মৈত্রী-কৃপোপেক্ষা যঃ করোতি স মধ্যমঃ॥

(শ্রীমদ্ভাগবত ১১।২।৪৬)

অর্থাৎ যিনি ঈশ্বরে প্রেম, বৈষ্ণবে মৈত্রী, মূঢ়ে কৃপা ও বিদ্বেষীকে উপেক্ষা করেন, তিনিই মধ্যম অধিকারী বৈষ্ণব।

প্রেম প্রীতি ভালোবাসার মহা প্লাবন আনয়ন কারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতের শিক্ষাকে আধার করে নববর্ষের প্রেমপূর্ণ সম্ভাষণের বিচার সকলকে জানাচ্ছেন। কপটতার আশ্রয়ে কর্ম্মী জীবের মতো অন্তরে হিংসা পোশন করে বাহ্য প্রীতি সম্ভাষণের অভিনয় বা নির্ভেদ ব্রহ্মানুসন্ধানি জ্ঞানীর মতো জীবে ঈশ্বর কল্পনা রূপ প্রীতির সম্ভাষণ শ্রীচৈতন্য মহাপ্রভু দেন নাই।

তিনি জীবের আত্মবৃত্তির দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাচেষ্টা বা প্রেম, ভগবানের ভক্তগণের প্রতি মিত্রতা এবং অনভিজ্ঞ মুঢ় ব্যক্তিগণের প্রতি কৃপা ও বিদ্বেষীগণকে উপেক্ষা করাই যথার্থ প্রীতি-সম্ভাষণ, এই শিক্ষা দিয়েছেন।

 
 
 
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Post